সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

মহান কবি - মনি রায় ঘোষ

এখন তুমি অনেক বড় কবি হয়েছো
বিশ্বজোড়া নাম হয়েছে তোমার।
পথ শিশুদের নিয়ে কবিতা লিখে,
সেরা কবির সম্মান পেয়েছো বারবার।
আজ মহান দরদী কবির শিরোপা নিতে
মঞ্চে উঠেছো।
সকলে তোমায় দুচোখ ভরে দেখছে,
তোমার মুখে জয়ের হাসি ফুটে উঠেছে।
নিজেকে তুমি ধরনীর রাজা ভাবছো।

কত ক্যামেরা কত আলো
তোমায় ঘিরে রয়েছে।
জনসমুদ্রের ভিড়ে তুমিই তখন সর্বেসর্বা।

শিরোপা হাতে নিয়ে তুমি
মঞ্চ ছেড়ে নেমে এলে।
দামী গাড়ি করে বাড়ির পথে রওনা হলে।
কিছুটা দুর যেতেই দেখলে লোকজনের হইচই
কত লোক রাস্তায় জমা হয়েছে।
জিজ্ঞেস করে জানতে পারলে একটা পথশিশু
গাড়ি চাপা পড়েছে।
রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তায়।
পুলিশের ভয়ে কেউ ছুঁয়েও দেখছে না।
কিন্তু তুমিতো দরদী কবি।এদের নিয়েই কবিতা লেখো।তুমি তো নিশ্চয়ই পুলিশের ভয়ে পিছিয়ে আসবে না।তুমি নিশ্চয়ই ওকে তোমার দামী গাড়ি করে হসপিটালে নিয়ে যাবে।
কিন্তু কই তুমি তো গেলেনা ওর কাছে।
অন্যদের মত বুদ্ধি করে এড়িয়ে গেলে।
গাড়ির জানালার কাঁচ টা তুলে দিলে
যাতে আর কিছু চোখে না পড়ে।
চালক কে বললে ঘুরিয়ে অন্য পথ ধরতে।
এসব ঝামেলায় যাওয়া নাকি মূর্খামি।
কে না কে চাপা পড়েছে তার জন্য একজন সনামধন্য কবি রাস্তায় নামবে তাতে কি তার সদ্য অর্জিত সন্মান থাকবে?

তুমি বুঝিয়ে দিলে কবি,
পথ শিশুদের নিয়ে কবিতা লেখা যায়
তাদের অসহায়তা দারিদ্র্যতাকে কলমের গোঁড়ায় দাঁড় করিয়ে মহান কবির শিরোপা পাওয়া যায়।
কিন্তু তাদের জন্য আইনি ঝামেলা কখনোই কাঁধে নেয়া যায়না।
নিজের ঠুনকো সম্মানের কথা না ভেবে
তাদের পাশে দাঁড়ানো যায়না।
এমন কবিতা নাই বা লিখলে কবি।
যে কবিতা শুধু কলমের কালি দিয়ে লেখা হয়
মানবিকতার ছোঁয়া তাতে বিন্দুমাত্র থাকেনা।
যে কবিতা লিখে মহান হওয়া যায়,
মহানুভবতা আসেনা।
ধিক্কার তোমার কবিত্বকে, ধিক্কার তোমার কবিতাকে।

Share: