ফাহমিদা ইয়াসমিনের একগুচ্ছ কবিতা
১.আকাশের মেঘে হয়োনা আড়াল
মন কাঁদে তোমারি জন্য
তুমি হীনা একাকী আমি
পৃথিবীর সব শূণ্য।
ঘুরি উড়ে যায়
আকাশের খুজে
তোমাকে দেখি মেঘ
মালায়।
২.
শরতের কাশবনে এসো প্রিয়
প্রেমের বাঁশি বাজাই
তুমি ছাড়া আমি
আমি ছাড়া তুমি
অসহায়।
৩.
চোখের জল বৃষ্টি হয়
তোমার জন্য কাঁদে
শীতের কুয়াশায়
স্মৃতি তোমার পিছু ডাকে।
একা বিকালে সূর্য নামে
বসে থাকি সাগরের তীরে
তুমারি প্রেমে সন্ধ্যা নামে
বসে থাকি অপেক্ষার টানে।