এঞ্জেল নিপা'র কবিতা যার জন্য
আজকে মনে খুশির নাচন
সে এসেছে ফিরে,
ঘৃণাটুকুন ভুলে গিয়ে আজ
ফিরেছে প্রেমের নীড়ে।
যাকে ছাড়া আমি ভাবি না কিছু
যার জন্য বেঁচে থাকা,
যার জন্য এই হৃদয়ের মাঝে
প্রেম শুধু প্রেম রাখা।
যার বিহনে আমার আমিকে
অামি না পাই খুঁজে,
সকাল দুপুর বিকাল রাত্রিতে
যাকে শুধু মন বুঝে।
যার মুখের ঐ মুচিকি হাসিতে
স্বর্গ দেখে যাই,
যার ছোঁয়াতে এই অঙ্গে আমার
সুখের নৌকা বায়।
সে এসেছে ফিরে আজিকে
আমার হৃদয় মাঝে,
তাই দুঃখ ভুলেছি ছিল যত
এখন সুখের সাজে।