এক পুরুষের কোলে মাথা,এক পুরুষের কাঁধে হাত
এক পুরুষের শাড়ির টানে,রক্তে ভেজে ফুটপাত।
এক পুরুষ যত্ন করে,খোঁপায় লাগায় ফুল
এক পুরুষ খুলছে বেল্ট,ধরছে তোমার চুল।
এক পুরুষ আগলে তোমায়,আদুরে নাম ডাকে
এক পুরুষ দিচ্ছে ছ্যাঁকা,পা দুখানির ফাঁকে।
এক পুরুষের লোমশ বুকে,ডুকরে কাঁদো তুমি
এক পুরুষই কাঁদায় তোমায়,কান্না ভেজা জমি।
এক পুরুষ আবেগ বোঝে,গল্প শোনে রাত দুপুরে
এক পুরুষই,গল্প ভেঙে,যাচ্ছে ছেড়ে অনেক দূরে।
এক পুরুষ বন্ধু পিতা, স্বামী প্রেমিক, হৃদয় মাঝে
এক পুরুষই লম্পট বিশ্বাসঘাতক,ঘৃন্য ধর্ষক হয়ে বাঁচে।
বেজায় কঠিন পুরুষ চেনা,ভীত হৃদয় পালায় ত্রাসে
তাইতো নারী খুঁজছে পুরুষ মাগ্নিফাইং গ্লাসে।