ষোলো কোটি কাতর হিয়া
অথৈ সাগরে কতোই ডুবেছে
ক্ষুধা বঞ্চনায় দরিদ্রতা
সব পার করেছো তোমার নায়ে।
হাবুডুবু খাওয়া বাঙ্গালি যতো
জীবন স্রোতে বান ভাসি,
বিশ্ব দুয়ারে জয়ের জোয়ারে বাংলা ভাষি।
বঞ্চিত মানুষের সঞ্চিত যতো বেদনা আহ্বান,
সব ব্যথা বুকে নিয়ে জুড়ায়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
মুজিব মানে একটি ,আদর্শ একটি দেশ
সবুজের বুক চিরে সূর্য্য ওঠা বেশ।
একটি পতাকা তোমারি কথা কয়।
যতো নদী আর যতো প্রান,
গায় তোমারি জয় গান।
ওই রূপসা থেকে পাথুরিয়া,
আজো খুঁজে ফেরে তোমায়
অশ্রুর ফোঁটায় ফোঁটায় ষোলো কোটি কাতর হিয়া ।
ফিরে পেতে আগামী
শুধু তোমার বাণী আর বিষাদ খানি,
সাথে লয়ে আছি আজো,
এখনো তুমি স্বপ্ন হয়ে মরমরে শুধু বাজো।
হারালাম তোমায় রক্ত নেশা
ঘাতকের গুলিতে ,
বার বার তুমি এসো ফিরে
বাংলা মায়ের কোলে
নবজাতকের হাসিতে ।
স্বাধ যা ছিল তোমায় রাখার ধরে,
সাধ্য দিলনা তোমায় রাখতে মোরে।
তাই সেদিনের মত আজো আকাশ গুমরে কাঁদে,
বিষাদের কি স্বাদে তোমায় হারালাম,
আবার ফিরে পাবো বলে।
দেশ মাতৃকার সেদিনের দরিদ্র গণতন্ত্রের ভীড়ে তোমায় হারালাম
কথা ছিল আবার আসবে ফিরে ,
তাই হাত বাড়ালাম
ফিরে পেতে আগামী ।
কি হারালো জাতি...
আগস্টের সন্ধ্যাগুলো গুমরে কাঁদে,
আজো রাত্রি কি ভোর
কালক্ষেপনের সময়গুলো কান্নায় বিভোর !
এখনো রক্ত ছাপিয়ে
কি ব্যথা চাপিয়ে ...
বাংলার সবুজ ঘাসে
ধূসর সে চলার পথ !
মরা ঘাসের চারপাশে,
ফুল ফোটে না শুধু কান্না
যার পিছনের রথ ।
কি হারালো জাতি;
চলার গতি
লাভ না ক্ষতি ?
যেতে যেতে অনেকটা পথ,
উল্টো যেন দেশের দুদিকের চলার রথ।
সম্মোহিতে মহিত মন
ভুলের স্রোতে অবগাহন!
সাহস টুকু কেড়না !
এক আকাশ কান্না চেয়ে পাঠালাম,
সব হারানো শোক !
কাঁদলো যত পাহাড় সাগর,
গাছ,ফুল, নদী আর স্বজন হারা লোক !
কাঁদলো বসে বাঁধভাঙা সব
ব্যথার তীরে ঢেউ !
কাঁদলো বাঙ্গালী দুঃখ শোকে
বিশ্ব জুড়ে সব ।
কাঁদবো আমি, কাঁদবে তুমি
পনেরো আগস্ট এলে ।
পিতৃহারা শোকে গুমরে কাঁদে
ষোলোকোটি প্রাণে ।
কান্না শব্দে আকাশ ভারি
কান্না নয়ন জুড়ে,
কান্না বয়ে সাগর হয়ে
বাঙ্গালী শোকের কথা বলে ।
কান্না ভুলে জাগবে জাতি
নতুন প্রেরণায় ,
সব নিয়ে যাও;
সবুজ বাংলাদেশ গড়ার
সাহস টুকু কেড়না ।