সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

নার্সিসাস-সোমা বড়ুয়া রিমি


তুমি কি জানতে?
আমি হবো কোন নির্ঘুম রাত,
হবো জেগে থাকা বিষন্ন চাঁদ।
জানতে কি?
আমার বিশ্বাসের দেয়ালে অবিশ্বাসের দাগ,
আত্মায় আছে শতবর্ষের অভিশাপ।
কেন বললেনা--
প্রিয়ে ছেড়ে দিলাম লাজ,তুমি আমারই নার্সিসাস।
হ্যা, হ্যা তুমি আমারই নার্সিসাস সাজো,
বুঝলেনা, সেদিন ভালোবাসতে না পেরেও
কেন ভুলতে পারিনি আজো।
Share: