খুঁজো না আমায়
আজ আমি ভুলে গেছি
ভুলে গেছি সব
বসন্তের আগমনী আর
কোকিলের কলরব।
আজ আমি চাই না কিছু
কে দিলো দুখ আর কে দিলো সুখ
দেনা পাওনার হিসাব যতো
চাই না দেখতে ফিরে পিছু।
এই তো আছি একলা বেশ
যন্ত্রণা তোর কোথায় শুরু
কোথায়'ই বা শেষ
কাটবে কবে সব কিছুর রেশ!
কখনো যদি যাই চলে অজানার পথে
খুঁজো না আমায় মরু জল তটে
যে ফুল হারায় পথের ধূলায়
লাগে না যে তারে হায় কোনোই পূজায়।
কেন মনে পরে
কোলাহল মুখর দিনটা যখন
হয় নিরব নিস্তব্ধ
চোখের জলে বালিশ ভিজে
নির্বাক আমি স্তব্ধ।
অনেক মান আর অভিমানে আমরা দুজন দুই দিকেতে হাঁটি
আমাদের মন জ্বলে পুড়ে যায়
হয় না তবু খাঁটি।
তোমার পৃথিবী অনেক বড় আজ
শূন্য আমার মন
তোমায় কেন মনে পরে গো
আমার যখন তখন।
আমাদের মাঝে দুরত্ব অনেক
বাজে না যে সেই সুর
ভিন দেশে চলে গেলে তুমি
দূর হতে বহু দূর।
আর কখনো হবে না দেখা
তোমার আমার সনে
চোখের জলে আমরা ভিজি
সবার অলক্ষ্যে নির্জনে।