বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

নিজের ছায়ার চেয়ে বাস্তবিক - নাজমীন মর্তুজা

উজ্জ্বল তামার মুখ
সবুজ ঘাস, পরাধীন ধান
রোদ পড়ে চন্দনে,
ফাল্গুনে কেনা আলো
হলুদ পাটল রঙ।
তাকে দেখে গায় গান
কাকাতুয়া হরিয়াল
তার চোখ চেয়ে
কলার ভেলা ভেসে যায়
মধ্য আকাশে দশমীর চাঁদ ওঠে।
নীল ছায়া ,ছায়া দেয় ,চোখে
তার শ্লেষ গালবাদ্য রগড়
তাকে পায়নি যারা তারা
নাম দেয় কলঙ্ক।
ব্যর্থতার গোপন খেলা
পরাজিত হৃদয়ের ।
সে পায় অংশত যে গায়
অংশত মনের গীতিকা
উড়ে শুকপাখি ,কথা
বলে ,গান বলে, জীবন বলে
টুকে রাখে কবি তুলোটে
যেন সব কথার গা মাথা মুছে
শব্দে বসায়, সুর দেয় ।
Share: