পরের ক্ষেতে দিনে ও রাতে
খাটছে যারা কামলা,
অঝোর ঘামের শ্রমের মূল্য
লুটে নিল আমলা।
অবিবেচক নির্বাচকে
পেল যখন ভার
কেবা আমি কেবা তুমি
গোন,তার ছেড়াদের তার।
স্বজনপ্রীতির পাল্লা ভারি
সিকি আনায় লাখ,
আছে যার ঝুলি ভরা
সেও দূরে থাক।
পাঠক আমি দূরেই থাকি
বন্ধ রাখি চোখ
এই ধরাতে বাড়ছে যখন, অবিবেচক ।