ক্লান্তির পর যখন চোখ বুঁজি
তোমাকে দেখি
নিরবে ভাসে জল
নদী হয় নিরবধি।
জীবনের সব পাখি দূরে চলে যায়
তখন তুমি আসো
কোন ক্লান্তি নাই
পাশে বসো
ভালোবাসো খুব ভালোবাসো।
আমি বলি কি দেবো তোমায়
এখন তো আমার বিকেল বেলা
সন্ধ্যা হয় হয়।
তুমি বলো মন থেকে একটি হাসি দাও ।