বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

ফাহমিদা ইয়াসমিন এর দুটি প্রেমের কবিতা

তোমার জন্য মন কাঁদে


তুমি কেন বদলে যাও
হঠাৎ করে,
কিসের আশায় দূরে থাকো
কোনসে ঝড়ে।
তোমায় আমি ভালোবাসি
আপন মমতায়
আমার মতো কেন তুমি
খোঁজনা আমায়।
তোমার জন্য মন কাঁদে
বারে বার,
তুমি আমার ভালোবাসার
সেরা উপহার।


ভালবাসি
.

তুমি আছো আমার আকাশে
তারাদের মতো
রাত হলে চুপ করে দেখে যাই।
তুমি কোন তারাটা বলোনা আমায়।
আমি প্রতিটা সময় চেয়ে থাকি
প্রতিটা তারায়
তোমারি আশায় তোমাকে দেখবো বলে।
Share: