সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

ছড়া কৃষকের হেমন্ত ছড়াকার জুবায়ের হোসেন

শীতল বাতাসে কৃষকের খুশিতে
এলো বাংলায় হেমন্ত,
আনন্দ উৎসবে বয়ে গেছে
সাড়া মাঠের প্রান্ত

গান ধরেছে মাঠে মাঝে
গ্রামের কৃষক গায়ক
সুরে সুরে ধান কাটছে
কৃষক ভাই আজ নায়ক।

নবান্ন উৎসব হবে বাংলার
প্রতি ঘরে ঘরে,
কৃষাণী তার মনের খুশিতে
ফসল মারাই করে।

কৃষক ছেলে স্কুল ফেলে
মাঠের দিকে ছুটে,
বাবা তাহার রৌদ্র তেজে
সোনার ফসল কাটে।

হেমন্ত এলে কৃষক চেয়ে
সুখী নাই কেউ,
বছর ঘুরে এলে হেমন্ত
বেয়ে যাই নবান্ন ঢেউ।
Share: