ফখরুল হাসান ঃ
নামঃ নাঈম আল হাসান
১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় জন্মগ্রহণ করেন।
আব্দুল হামিদ ও রুবিনা আক্তারের পাঁচ সন্তানের মধ্যে লেখক সবার ছোট।
২০১২ সালে নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,ময়মনসিংহ থেকে এইচএসসি সম্পন্য করেন।
বর্তমানে সরকারী তিতুমীর কলেজ,ঢাকা ব্যবস্থাপনা(বি.বি.এ) বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে রেখেছেন নিজেকে। একুশে বইমেলা ২০১৯ শে বাবুই প্রকাশনী থেকে আসছে তাঁর লেখা প্রথম উপন্যাস ' ভোর' ভোর মূলত সমাজের উচু ও নিচু শ্রেণীর দুটি মানুষের প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ভোর! না সোনালী ঊষার ভোর নয়।বিমল আর নিরুপমার কোল জুরে আসা ছোট্ট মেয়ে সন্তাটির নাম ভোর।জন্মের পরক্ষণেই মা হারা। বাবা হারা হতেও বেশিদিন লাগে নি।মা হারা বাবা হারা একটি মেয়ের একার জীবন সংগ্রাম। অন্যদিকে সহশ্র শকুনির বিষাক্ত ছোবল।তার মাঝেও একটি প্রভাতময় নীল ভালোবাসা। ভবদেব ঠাকুরের কাছে অসহায় সেই নীলাক্ত ভালোবাসা। অপরদিকে একটি গ্রামকে বাঁচানোর আঁকুতি।যজ্ঞ তৈরি,শুধু দরকার একটি সতী মেয়ের আহুতি।তাহলেই বেঁচে যাবে গ্রামটি।