সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

ইব্রাহীম খলিল :- সামাজিক দায়িত্ববোধের কারণেই লিখছি

ফখরুল হাসান :

কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত ফতেপুর গ্রামে ১৯৮৩ সালের ২৪শে জানুযারি জন্মগ্রহণ করেন ইব্রাহীম খলিল। পিতা পেয়ার আহম্মদ ও মা হাজেরা বিবি'র পাঁচ ছেলের মধ্যে সবার বড় তিনি।
"শিক্ষা জাতির মেরুদণ্ড" এ কথা মিথ্যে নয়। ছাত্রজীবনে বেশ মেধাবী থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে নিজ পড়ালেখা খুব বেশিদূর এগুতে না পারলেও, ইব্রাহীম খলিল থেমে থাকে নি। সমাজিক দায়িত্ববোধ থেকেই কলম হাতে লিখে চলছেন। গল্প, কবিতা, উপন্যাস তিনি। যদিও গল্প, উপন্যাস প্রকাশিত হয়নি, কিন্তু ২০১৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ "স্বপ্নের প্রতিশ্রুতি" ও ২০১৮ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ "স্বপ্ন কানন" প্রকাশিত হয়।

প্রকৃতি, প্রেম, দেশ, জাতি, সমাজ ও ন্যায়-অন্যায়, অবিচারের প্রতি বাস্তবতার আলোকে বেশ দক্ষতার পরিচয় মিলে তার লেখা কবিতায়। সমাজের অসহায় নিপীড়িত খেটেখাওয়া দিনমজুর ও বস্ত্রহীন, বাস্তুহারা পথশিশুদের নিয়ে ছন্দের কারুকাজে যে মানবপ্রেম ফুটে উঠে তার লেখাতে, তা দেখে অবাক হয় হৃদয়। বেশ মুগ্ধতার সহিত পাঠ করার সুযোগ পায় পাঠক। ইতিপূর্বে তার প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ বেশ সাড়া জাগিয়েছে পাঠকমহলে।

বিচিত্র এই ধরণীকূলে ক্ষণিক জীবনরথে, পূর্বের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে ২০১৯ইং গ্রন্থমেলায় প্রকাশক মোরশেদ আলম হৃদয় এর বাবুই প্রকাশনী হতে প্রকাশিত হচ্ছে ইব্রাহীম খলিল এর তৃতীয় কাব্যগ্রন্থ "আলোর মিছিল"।
Share: