সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

মোহিত কামালের সাহিত্যসত্তা

ফখরুল হাসান :- বর্তমান সময়ের দেশের  প্রণিধানযোগ্য কথাসাহিত্যিক মোহিত কামাল। সাহিত্যচর্চা ও সাহিত্যেসেবায় খ্যাতিমানদেন তালিকায় নিজেকে যুক্ত করেছেন।
পাঠকের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৫১।এর মধ্যে  ৪১টি কথাসাহিত্য। তিনি পাঠকের কাছে নিজেকে আলাদা  মর্যাদায় তুলে ধরতে পেরেছেন তাঁর লেখার আলাদা গড়ন ও প্রেক্ষাপটের কারণে।

এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশ থেকে আসছে তাঁর তিন খণ্ড উপন্যাসসমগ্র। উপন্যাস সমগ্র ১, 'মনভুবন' শিরোনামে ; উপন্যাস সমগ্র ২, 'চলার পথে ফাঁদ ' আর উপন্যাস সমগ্র ৩ আসছে 'জীবনঝঞ্ছা' শিরোনামে। আরো একটি নতুন উপন্যাস 'সত্যডানা সন্দেহপালক'। অনিন্দ্য থেকে প্রকাশিত সবকটি বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমাজমনস্ক বিশিষ্ট এই কথাশিল্পী বাংলাদেশের সমাজবাস্ততার সাম্প্রতিক ধারাকে তাঁর লেখনীতে ধারণ করেছন। তিনি তাঁর সৃষ্ট গদ্যের শিল্পরুপের জন্য সব মহলে প্রশংসিত। তাঁর সিরিয়াস ধারার উপন্যাসের  মধ্যে  ' মরুঝড়',  'চন্দন রোশনি', পথভ্রষ্ট  ঘূর্ণির কৃষ্ণগহবর' 'অহনা' বিদ্বৎসমাজে  ব্যাপকভাবে গৃহীত  হয়েছে।



Share: