মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

"তুমি আমার" আইরিন সুলতানা লিমা

তুমি আমার সেই তৃপ্তির নির্যাস
যা আমাকে বিমোহিত করে
তুমি আমার সেই বিশ্বাস
যা আমাকে বাঁচাতে পারে
তুমি সেই সুললিত কণ্ঠস্বর
যা আমাকে আত্মহারা করে
তুমি আমার অষ্টপ্রহর
ছুঁয়ে থাকা আবেগ
তুমি আমার গোপন কুটির
আমার আজন্মের প্রেমাবতার।
Share: