শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

গণনন্দিত কবি রাসেল আশিকী কিনেছেন ( ডিএনসিসি) মনোনয়ন ফরম

ফখরুল হাসান :- আমাদের বাংলাদেশ
নির্বাচন 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গণনন্দিত কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাসেল আশেকী।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম কিনেন।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
তফসিলে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।  এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে।
তফসিলে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।
২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তুণ প্রজন্মের এই নেতা। এবারও মনোনয়ন ফরম কিনলেন তিনি। রাসেল আশেকী জানান, আমি নগরপিতা হিসেবে নয়, নগর নেতা হিসেবে নয়, নগর বন্ধু হিসেবে জনগণকে সাথে নিয়ে শান্তির শহর, সম্প্রীতির শহর, সংস্কৃতির শহর তথা সুখ-সমৃদ্ধির শহর হিসেবে পৃথিবীর একটি উন্নত মডেল শহর হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে গড়ে তুলব ইন্শাল্লাহ্। এ কারণে আমার নির্বাচনী প্রত্যয় ও অঙ্গীকার হলো- গড়বো শান্তির শহর, হাসবে বাংলাদেশ।
Share: