সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

কবি জিনিফা ইফাত এর গুচ্ছ কবিতা

 বহমান আত্রাই নদী


হে আত্রাই নদী,

তোমার ঢেউ গুনে কেউ কখন ও
কোন অন্ত পেয়েছিলো কি না জানা নেই।
শুধু ঢেউ দেখে মাঝি নৌকো নামিয়েছে জলে
শুধু ঢেউ বুঝে জেলে জাল পেতেছিলো দরিযায়।
কে আর গভীর খোঁজ রাখে।

নদীর ও কান্না আছে,
নদীর ও দুঃখ আছে,
আনন্দের প্রকাশ  আছে ভরা যৌবনে।

নদী কাঁদে কত শান্ত মনে বিকেলে,
নদী কাঁদে সেই মায়াবী নিশিত রাতে,
আত্রাই নদী একান্ত নির্জনে কাঁদে।

ও আত্রাই নদী,
তুমি বয়ে চলো,ঢেউ তোল, কাঁদো,
আমরা শুধু  ঢেউ দেখি,
কান্না দেখতে পাই না,
অচিন গাঙ অচিন থেকে যায়।



আমার গৌরবে গাঁথা দিন


আমার যেদিন রঙিন স্বপ্ন  জাগবে
সোনার বাংলাদেশে,
আমি তো সেদিন কাঁদিয়ে ভাসাবো
গৌরবে হেসে হেসে।

আমার যেদিন আকাশ ফুরবে
বিজয়ের উল্লাসে,
আমি তো সেদিন পতাকা
উড়াবো চোখের পানিতে।


অপরূপ  বাংলা


সবুজের এই সমারোহে
নির্বাক চোখে চেয়ে রই,
এমন এই অপরূপ বাংলাকে
কোথাও পাবো নাকো খুঁজে আর?
এই বাংলাতে ফুল - ফল,
আর নদ - নদীতে ভরপুর,
মিষ্টি কন্ঠে পাখির গানে
সময় কাঁটে।
ঘাস ফড়িং আর প্রজাতি
দেখতে অনেক ভালো লাগে,
রাত্রি বেলায় জোনাকি পোকা
জ্বালায় আলো।
সকালবেলা সূর্য  রক্তিম আকাশে
উঁকি দেয়, রাতের বেলায় জ্যোৎস্না
মাখা চাঁদের কি দারুণ আলো!
এই অপরূপ বাংলায় সবুজের
মাঝে মিশে একাকার হয়েছি।
Share: