মরি হায়রে হায়
খুশির সীমা নাই,
আমরা হগ্গল সিলট বাসী
আনন্দে গান গাই
মরি হায়রে হাই।
বাংলাদেশের মানুষ মোরা
বাংলা ভাষা বলি
সময় পাইলে ঘুরাঘুরি
উদাস মনে চলি।।
মরি হায়রে হায়।
পূণ্যভুমি সিলটতে
আমার জন্মস্থান
মনোনদী মায়ে মতো
জুড়ায় মমনোপ্রাণ।
কমলালেবু, চায়ের সেরা
আমার মৌলভীবাজার
সেখানেতেই কেটেছে কাল
শৈশবো আমার।
মরি হায়রেহায়!!
লন্ডনেতে করছিগো বাস
অনেক দিন যে হলো,
দেশের মাটি শীতল পাটি
নয়ন জুড়ালো।
যতোই দূরে থাকি নাকো
দেশো থাকে মন,
বাংলা আমার মাতৃভাষা
প্রিয় আপনজন।
মরি হায় রে হায়।।