মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

বইমেলায় আসছে ইতিহাস নিয়ে লেখা রহমান মুজিবের কাব্যগ্রন্থ 'বুকের বামে সোনারগাঁ'

ফখরুল হাসান -: রহমান মুজিব ১৯৬৬ সালের ১৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মল্লিক পাড়ায় জন্ম গ্রহন করেন। বাবা:রাজা মিয়া,মা:জায়মুন নেছা। বর্তমানে উভয়েই প্রয়াত। রাষ্ট্র বিজ্ঞানের উপর মাস্টার্স।  শিক্ষকতার পাশাপাশি  তিনি সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সালে!। এক্সপার্ট রৌদ্রছায়া সম্মাননা লাভ করেন। 

হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ। সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ আর ঈশা খাঁর পূণ্য ভূমিতেই তখন উৎপন্ন হতো পৃথিবী খ্যাত নয়ন তারা, আবের আওয়া আর মলমল খাসের মিহি মসলিন বস্ত্র। এসব আজ ইতিহাস, পুরো সোনারগাঁয়ের স্থানে স্থানে আজ তারই ক্ষয়িষ্ণু উদাহরণ অপরিকল্পিত শিল্পায়ন সোনারগাঁয়ের সর্বশেষ ভূপ্রকৃতিকেও নিয়ে গেছে ধ্বংসের মুখে। তবু ভালোবাসি সোনারগাঁ, সর্বদা বাজে, "বুকের বামে সোনারগাঁ"। 
'বুকের বামে সোনারগাঁ' কাব্যগ্রন্থটি
"বেহুলা বাংলা" থেকে এবার একুশে বইমেলায় আসছে।
বইটির প্রচ্ছদ করেছেন "আয়ুব আল-আমীন" এবং বইটির তালিকামূল্য ২০০ টাকা।
Share: