চোখে রাত্রি নামে—
বাতাস চুপিচুপি ক্লিক ক্লিক ইশারা করে
সূর্য তালাশ দিবারাত্রি
নিরাবরণ ফসলি মাঠের একাকিত্বে
ঝরাপাতা সঙ্গী—তার সাথে মিলিত হই
এক হই—প্রাণের সুধা বিনিময়, রাত্রির চোখে চোখ রেখে
কাকতাড়ুয়া বেশ দেখে আতংকগ্রস্ত পাখি
চোখে রাত্রি নামে; পাখি দেয় ফাঁকি।