ভাবছি ঘুমাবো না কয়েক শতাব্দী।
ঘুমালেই সুরবালা চিন্তার বেঘাত ঘটে।
এই কয়েক শতাব্দী নির্ঘুম চোখ দুটি
আকাশে ঝুলে থাকা চাদের গায়ে স্হাপন
করব।
আর দেখব ঘুম কন্য সুরবালা কে।
আর রচনা করব সুরবালার
শত বছরের ঘুম নামা।
ভাবছি ঘুমাবো না কয়েক শতাব্দী
চোখে নির্ঘুমের মলম লাগাবো,
সুরবালার প্রণয় কন্ঠে
গেথে দিব ভয়
আর শুনাবো ক্লান্ত রজনীর নানান বিষাদ।