সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

বইমেলায় পাওয়া যাচ্ছে আফরোজা ইয়াসমিন মুক্তার কাব্যগ্রন্থ "মেঘবাড়িতে রোদ"।

অমর একুশে বইমেলা উপলক্ষে ঢাকায় এবার হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত আফরোজা ইয়াসমিন মুক্তা এর  একক কাব্যগ্রন্থ  "মেঘ বাড়ি‌তে রোদ"বই‌টি পাওয়া যা‌বে হাওলাদার প্রকাশনীর ১১৭ ও১১৮ নং স্ট‌লে। এছাড়া স্টে‌ডিয়া‌মে অনু‌ষ্ঠিত চট্টগ্রাম বই‌মেলা‌তেও হাওলাদার প্রকাশনী‌তে পাওয়া যা‌বে বই‌টি।
কবি অাফ‌রোজা ইয়াসমীন মুক্তা ৪ সে‌প্টেম্বর চট্টগ্রা‌মে জন্মগ্রহণ ক‌রেন। বাবা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী জাতীয় গো‌য়েন্দা বিভা‌গের উর্ধ্বতন কর্মকর্তা ছি‌লেন। মা ফ‌রিদা বেগম একজন গৃ‌হিনী। অাফ‌রোজা ইয়াসমীন মুক্তা লেখাপড়া ক‌রে‌ছেন রসায়ন  শ্রা‌স্ত্রে। বর্তমা‌নে অাবৃ‌ত্তি‌শিল্পী হি‌সে‌বে তারু‌ণ্যের উচ্ছ্বা‌সের সা‌থে যুক্ত অা‌ছেন।
Share: