মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

ছোট গল্প "জীবন" আব্দুল্লাহ আল ওয়াসিব


জীবনে যত বার এগিয়েছি ঠিক তত বারেই পিছন ফিরে তাঁকিয়েছি। জীবনের সিন্ধান্ত গুলো কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খেয়েছে। জীবনের এক সময় সেই ধাক্কা গুলো প্রকট রুপ ধারণ করেছে। ধাক্কা গুলো খাওয়ার পরে জীবন হয়তো থমকে গেছে, জীবনের স্বাভাবিক গতি হারিয়েছে।  নিজেকে হারিয়ে খুঁজে ফিরি ভূল গুলোর মাঝে।  মাঝে মাঝে মনে হয় যদি জীবনে পিছন ফিরে তাঁকাতে না হতো তাহলে আজ হয়তো বহুদুর এগিয়ে যেতাম। জীবন যখন থম যায় তখন নিজেকে পরাজিতদের কাঁতারে বসাতে হয়। তবে যদি ধাক্কা গুলো স্বাভাবিক ভাবে নিয়ে, জীবনকে এগিয়ে নিতে পারি তাহলে ভূল হওয়ার সম্ভবনা কমে যাবে। আবার সেই ভুল গুলোকে মূল চালিকা শক্তি হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তাহলে হয়তো জীবনে বাকি পদক্ষেপ গুলো গুলো সঠিক ভাবে নিতে পারবো। যদি ভূল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তবেই সম্ভব।  আর এই জীবন নামক যুদ্ধে সবাই জয়ী হতে চায়। হয়তো কেউ পায় আবার কেউ পায় না। কিন্তু তাদের জীবন থেমে থাকে না। জীবন যুদ্ধ সবাই টিকে থাকে কেউ জয়ী কেউবা পরাজয়ী হয়ে। মৃত্যুর আগে পর্যন্ত বেঁচে থাকার নামই "জীবন"।
Share: