মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

লেখক হিসেবে সাইমের প্রথম আত্মপ্রকাশ

সাহিত্য প্রতিবেদক:
 নতুন লেখকদের কবিতা সংকলন, হিমু পরিবারের প্রযত্মে তারুণ্যের মিছিল। কবিতা সংকলনে প্রথমবারের মত খায়রুল ইসলাম সাইমের পৃন্টেড হরফে নতুন দুটি কবিতা বের হয়। চরিত্রহীন এবং লাশের জবানবন্দি। আধুনিক সমাজের রূপরেখার পটভূমি রোমান্টিসিজম এর মিলন থাকায় কবিতা দুটো তরুণ সমাজে ব্যাপক সমাদৃত হয়। খায়রুল ইসলাম সাইমের সাথে কথা বলতে চাইলে তিনি জানান, " আমি এখনো ভালো লেখক হয়ে উঠিনি। তবে চেষ্টা করছি আরো পড়ার, আরো জানার, আরো ভালো লেখার। সকলের ভালোবাসা আর দোয়া থাকলে, ইনশাল্লাহ আমি লিখে যাব।  গল্প, কবিতাই হচ্ছে সমাজের প্রতিচ্ছবি, হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার।"
কবি খায়রুল ইসলাম সাইম এর
 লেখা  একটি কবিতা তুলে ধরা হলো

 "চরিত্রহীন"

এ শহরের রাস্তার মোড়ে মোড়ে,
যখন নেড়ে কুকুর জুটিকে অসভ্য ভংগিতে প্রণয় করতে দেখি,
অজান্তেই ভাবি, তুমি আর আমি, লোক চোখে  এমনটাই ছিলাম বুঝি!!
তোমার হৃদয়ে নাকি আজ নবপ্রেমের ঘনঘটা,
চলছে নাকি ভালোবাসাবাসি..!!
তোমার নব্যজুটি, আমি কিন্তু ঠিক তেমনটাই দেখি।।

এটাকে কি জেলাসি বলবে..!!
নাকি আমার ভালোবাসাটাই শুদ্ধ ও খাঁটি..!!
কি জানি..!! বানিয়ে বললাম হয়ত,
বলবে, নির্ঘাত স্বার্থপর আমি।

মধ্যবিত্ত ঘরে জন্মানোই যেখানে আজন্মের পাপ,
সেখানে ধরে রাখা কি আমার কর্ম..!!
ওরে বাপরে বাপ..!!
অভাব-মৃত্যু-জড়া, ভাবাই যায়না এসব ছাড়া।
তার উপর তোমায় ভালোবাসা!!
সেকি কম সাহসীকতা!!
ধরে রাখতে পারিনি, মানছি সে ব্যর্থতা।
প্রেম কি একার ছিল!! ভাগ তো পাবেই কিছুটা।
আমি মস্তিষ্কহীন, বিবেকহীন,
মানবতা বর্জিত মানুষ।
তুমি বলেছিলে অধিকারহীন।
সহ্য হয়না তোমার অপরাধ।
কি করব আমি..?? আমি স্কন্ধহীন।

তবুও আমায় নিয়ে একটা উপন্যাস লিখো বন্ধু।
যার আংগুলের ভাজ ছেড়ে, নব হাতের স্পর্শে শোভিত হয়েছো,
তাকে নিয়েই নাহয় উপন্যাস লিখলে একদিন।
তোমার ভাষায় তার নাম দিয়ো,
              "চরিত্রহীন"।


Share: