চোখলাল করে আর কত কাল?
বিবেকহীন হয়ে চোখ ঘুড়িয়ে চলা।
ব্যস্ত মানুষ, ব্যস্ত চরণ যেন চেতনা হারা।
অঙ্গুল তুলে বলি, এই শোন শহীদের গর্জন,
এখনো নিঃশব্দে ভাসে, শুনে কি জনগন?
বলে, যত্নে রাখ বর্ণ ও ভাষা বাঙালির শ্রেষ্ঠ ধন।
আধুনিকতা ছলে, বিক্ষত আজ রক্তের ভাষা,
প্রতিটি বর্ণ রক্ত-সমুদ্র থেকে আসা।
প্রবল সময়-স্রোতে হারিয়েছে অনেক,
এখনো শহীদ-সমাধিতে প্রভাত-আলোর অভিষেক।