সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

বইমেলায় এসেছে নুসরাত সুলতানার "ছায়া সহিস"

বুক রিভিউ- "ছায়া সহিস" নিয়ে আজিজ ইসলাম

নুসরাত সুলতানা বর্তমান সময়ের আধুনিক বাংলা সাহিত্যের  এক আলোচিত নাম। ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন সাহিত্যিক গ্রুপগুলোতে নিয়মিত তার পদচারণা।

 সহজ সাবলীল শব্দে গভীর বিষয়কে উপস্থাপন করে যে পাঠক মনে দাগ কাটা যায় তা নুসরাত সুলতানার কবিতা পড়ে অতি সহজে অনুধাবন করা যায়। তার কবিতায় মূলত গ্রামবাংলার মুগ্ধ প্রকৃতি, সংগ্রামী জীবনধারা, প্রেম, অভিমান, নারীত্ব, দেশ প্রেম, শিশু অধিকার আর এক বিদ্রোহী সত্ত্বাকে খুঁজে পাই। প্রচলিত বিধি বিধানের অসঙ্গতিকে তার কবিতায় আমাদেরকে চোখে  আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। নিজেকে বারবার ভেঙ্গে ভিন্ন ভিন্ন রুপে তার কবিতায় হাজির হয়েছেন। তার কবিতায় জীবনের সকাল শাখায় বিচরণ পরিলক্ষিত হয়।

বিভিন্ন সাহিত্যিক গ্রুপে পাঠক সমাদৃত নির্বাচিত এক গুচ্ছ কবিতা নিয়ে এবারের একুশের বইমেলায় এসেছে তার প্রথম একক কাব্যগ্রন্থ "ছায়া সহিস" "রচয়িতা "প্রকাশনা থেকে। এর আগে বিভিন্ন সংকলনে তার লেখা প্রকাশিত হয়ে বহুবার পাঠক সমাজে প্রশংসিত হয়েছেন।
আপনাদের শুভকামনা, অনুপ্রেরণা,উৎসাহই কবির আগামীর পথ চলার অনুপ্রেরণা। কবিতা পড়ুন "ছায়া সহিস" এর, আশা করি আশাহত হবেনা !

বইমেলায় সোহরাওয়ার্দী  উদ্যানে (গেট দিয়ে ঢুকেই হাতের বামে) "পাঠক সমাবেশ প্যাভেলিয়ন ২" এ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। যারা সংগ্রহ করতে চান।

বইয়ের নাম ~ ছায়া সহিস
ধরন ~ কাব্যগ্রন্থ
কবি ~ নুসরাত সুলতানা
প্রকাশক ~ রচয়িতা
মূল্য ~ ১৭০.০০ টাকা (২৫% কমিশন)

সাফল্য কামনা করছি কবি নুসরাত সুলতানার "ছায়া সহিস" কাব্যগ্রন্থের।
Share: