রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

"মৌনতায় ধ্বংস " শেখ ফরহাদ রহমান

ছলছল আঁখীমেলে, একবুক নীলকষ্টের আহাকার নিয়ে তাকিয়ে ঐ সর্বহারা স্বকরূন সুরে করে যায় আর্তনাত মানবতার তরে।
টলেনা মমতায় মন, আত্মা, বিবেক পাথর মূর্তি তোমরা আমরা সবে নয়তো বিচলিত মৃত্যুর মহামিছিলে।
মৌনতায় মহাবিপদ আপাদ মস্তক  পৃথিবীময়
হিংস্র হায়েনা আসতে পারে তোমার আমার জনপদে,
প্রতিবাদে প্রতিহত যদি না করা যায় কাঁদবে ওদের মত সহসায়।
ধর্ম, বর্ণে গোত্রে কিবা আসে যায় মনুষত্য সেতো এক ধারায় প্রবাহিত, ছুঁড়ে ফেলো প্রতিহিংসা জরা;
আর বলি হে হিন্দু, মুসলিম,খৃষ্টান  আছে যতো ধর্মপ্রাণ প্রবাহিত রক্ত ধমনীতে তোমার আমার সেতো চীরকালই লাল।
আগমন, বিচরনে প্রকৃয়াই নাইতো ব্যাবধান তবে কেন রচ বিজ ব্যাবধান,
ক্ষণীকের পৃথিবীতে কিসের এত দম্ভ, পরিশেষে মৃত্যুই যদি হয় শেষ ঠিকানা;
ঠাকুর, পুরহিত, পোপ, ইমাম কোথায় তোমাদের অবস্থান কোন সে হিমাতলে?
খুলে ফেলো ঐ লেবাসি মিথ্যা অহংকার যদি নাপারো বাঁচাতে মানবতারে।
মসনদ ছেড়েছো মৃত্যুর ভয়ে, গোপনে করেছো আতাত নিশ্চয় !
জেনেরাখো পৃথিবীবাসী তোমার, আমার মৌনতায়
ধ্বংস হবে আবাসন।
Share: