শনিবার, ২ মার্চ, ২০১৯

একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা ৫ম স্থান অর্জন করে যাত্রাপথ

নিজস্ব প্রতিবেদক:
 দীর্ঘ ২বছর পর নরসিংদীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয় অমর একুশে বই মেলা।নরসিংদী শিল্পকলার সামনে প্রায় ৪৭টি স্টল নিয়ে এবারের বই মেলা পরিচালিত হয়।উক্ত বই মেলায় অংশ গ্রহন করে বিভিন্ন প্রশাসনিক সংগঠন,সামাজিক সংগঠন ও অনেক লাইব্রেরি।উক্ত বই মেলায় অংশ গহণ করে সামাজিক সংঠন যাত্রাপথ।দীর্ঘ ৩বছর ধরে কিছু কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক-যুবতী নিয়ে গড়ে উঠে উক্ত সংগঠনটি।
সংগঠনের মূল লক্ষই হচ্ছে মানব সেবা মূলক কাজ।এবারের বই মেলায় তাদের স্টলটি ছিল খুবই আকর্ষণীয়।খুব কম মূলে বই বিক্রি করে অর্জন করা অর্থ গরিবদের পিছনে ব্যায় করাই হলো তাদের মূল উদ্দ্যেগ।তাদের এই রকম উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন হাজারো মানুষ।বই মেলায় অনেকে তাদের এই উদ্দ্যেগকে স্বাগতম জানিয়ে তাদের সাথে যুক্তও হয়েছে।গত ২৭-০২-২০১৯তারিখ রাত নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা ৭টি স্টল হতে ৫ম স্থান অর্জন করে যাত্রাপথ।সেরা ৫ম স্থান অধিকার করায় যাত্রাপথের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইফতেখায়রুল হক ইফাত এর হাতে ক্রেস্ট তুলে দেয় মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।সম্মাননা হাতে পেয়ে যাত্রাপথ সংগঠনের প্রায় সকলে খুবই আনন্দিত।পরবর্তীতে তারা সর্বদা বই মেলা এবং সকল সামাজিক কর্ম কান্ডে অংশ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করে এবং সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য সহযোগীতা কামনা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইফতেখায়রুল হক ইফাত।
Share: