বুধবার, ১৩ মার্চ, ২০১৯

পলাশে দেশ বন্ধু পলিমার ফ্যাক্টরিতে চুরি

জুয়েল পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে অবস্থিত দেশ বন্ধু গ্রুপের পলিমার ফ্যাক্টরিতে চুরির ঘটনায় রাকিব ভূইয়া (২৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। পরে রাকিবের দেওয়া তথ্যমতে বিপুল পরিমাণ তামার তার ও রঙের ড্রাম উদ্ধার করা হয়। আটককৃত রাকিব ভূইয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একুতা গ্রামের কালাম ভূইয়ার ছেলে। সে চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। থানা পুলিশ জানায়, সম্প্রতি দেশ বন্ধু গ্রুপের পলিমার ফ্যাক্টরিতে চুরির ঘটনা ঘটে। এতে ফ্যাক্টরিতে থাকা তামার তার,রঙের ড্রাম ও বিভিন্ন মালামালসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পুলিশ আরও জানান, ফ্যাক্টরিতে চুরি হওয়ার ঘটনায় দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করার পর থানার এসআই মীর সোহেল রানা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মঙ্গলবার রাতে সন্দেহভাজন হিসেবে রাকিব ভূইয়াকে আটক করে। পরে রাকিবের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে সুলতানপুর গ্রাম থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের তামার তার ও ৫০ হাজার টাকা মূল্যের তিন ড্রাম রঙ উদ্ধার করে।  এবিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনে মোল্লা জানান, আটককৃত রাকিব ভূইয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share: