ভালবাসার তৃষ্ণায় আমি অমরত্ব চেয়েছি ---
পাহাড়,হিমালয়,নদী,সাগর,আকাশ
আর সূর্য্যের রাজসভায়।
তুমি প্রশস্ত বুক পেতে দাঁড়িয়ে আছো
প্রতিহত করার ভূমিকায়।
মেঘ প্রাচীরের ঢাকে মৈথুনরোদ
তীব্র সূর্য্যরে উজ্জ্বলতায় যখন
আলোর উৎস খোঁজে !
বেদনার ক্ষীণশ্বাসে তখন
অন্তর পোড়া কালো ধোঁয়ায়
দু’চোখের পাতা ফুলে ভারি হয়,
ময়ূরের পেখমের মত।
হৃদয়ের অপ্রকাশিত ব্যাকুলতার
হৃদ্দিক ব্যঞ্জনায়
আমার আবাদি সংসার।
তবুও তোমার চোখের গহীনে
অস্থির অপ্রতিরোধ্য আমার চোখ জোড়া
খুঁজে ফিরে প্রতিনিয়ত
অজানা মহাদেশ, অজানা কোনো উপকূল।
বুকের ভেতর অনুভূতির নিহত আবেগ
হৃদয়ের মর্মায়িত তৃষ্ণার্ত বেদনারা
হৃদাকাঙ্খার কাছে হার মেনে ফিরেছে
পবিত্রতার বাঁশির লহরে।
আমার ভালবাসার বহতা
কাঙালিনী নদী, তোমার হৃদয়ে
অনন্ত থেকে অনন্তময়তা খুঁজতে খুঁজতে ক্লান্ত।
তবুও ---
আমি ঠিকই স্বপ্নের ঐ আকাশ কিনেছি,
আর তোমার চাঁদে অনন্তগ্রহণ।