জান্নাতুল রিকসনার এক গুচ্ছ রোমান্টিক ছড়া-কবিতা
সত্যি
করে বল্
জ্বালাই তোরে খুব কি বেশি
সকাল, দুপুর, সাঝে?
ব্যাঘাত ঘটে আমায় নিয়ে
সকল কাজের মাঝে?
আমি কি তোর পথের কাঁটা?
পায়ে বিঁধি রোজ?
ব্যথার ভয়ে তাই কি আমার
নিসনা কোনো খোঁজ?
আমি কি তোর চোখের কুটা
চোখ বুঝে তাই রাখিস?
কষ্ট পাওয়ার ভয়ে কি তুই
দূরে দূরে থাকিস?
ও ছড়াকার
ও ছড়াকার,লিখো একটা
ফাগুনেরই ছড়া।
কথাগুলা সাজানো আর
আবেগে কড়কড়া।
কৃষ্ণচূড়া ফুলের মত
আগুনঝরা রূপ,
মৌমাছিরা মধু লুটে
থাকে যেমন চুপ।
সূর্যমুখী, গাদার মত
হলদে বরণ রং,
ফুল বাগিচা দেখায় যেমন
ভিন্ন সাজের ঢং।
ও ছড়াকার,লিখো কিন্তু
মিষ্টি একটা ছড়া।
হাসনা হেনার সুবাস যেমন
মনটা আকুল করা।
স্বাদের বরই
টসটস রসে বরইগুলো
খেতে ভারী স্বাদ,
বন্ধু আমার, খাওয়ার লোভে
ঘুমায়নি কাল রাত!
নেমন্তন্ন করেছিলাম,
চুপিচুপি তারে
শর্ত জুড়ে দিয়েছিলাম
না কয় যেনো কা'রে।
যথারীতি বরইগুলো
থলেই ছিল ভরা!
খেতে খেতে সবই সাবাড়,
কী আর ছিল করা!
রেগেমেগে বন্ধু আমার
হয়ে গেলো চুপ।
এমনতর ঘটানোতে
কষ্ট পেলাম খুব।