মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

কবিতা রক্তাক্ষরে স্বাধীনতা কবি আয়েশা মুন্নি

বাঙালির গৌরবময় ইতিহাসে
২৫ শে মার্চের ভয়াল কাল রাত্রি
তার একখণ্ড ইতিহাস...
স্বাধীনতা শব্দটির পূর্ণাঙ্গ মহাকাব্য। 
সেদিনের নিরস্ত্র আপামর বাঙালির কান্না
আজও থামেনি,
আজও কান পেতে শুনি সেই মর্ম বিলাপ।
চোখ খুললেই আজও দেখি ম্যাগনেসিয়াম ফ্ল্যাশের আলোতে সেই ঝাঁঝরা দেহগুলো
আবাল- বৃদ্ধ - যুবক - বনিতার!
সেদিনের সেই মহাকাব্যে, মহাত্যাগে
স্বীয় আত্মার বলী দিয়ে
রক্তগঙ্গায় সাঁতরিয়ে
বাঙালিরা যে ইতিহাস রচনা করেছিল
সেই ইতিহাসের সোপানে আমাদের চির মুক্তি
আমাদের স্বাধীনতা - প্রিয় বাংলাদেশ।
তাই আজ...
বুকের জমিনে রক্তাক্ষরে পতাকা এঁকে
পালন করছি - মহান স্বাধীনতা দিবস।
Share: