তুমি বিজয় ৭১' -এঞ্জেল নিপা
ত্রিশ লক্ষ শহীদের মায়ের
প্রসব যন্ত্রণার মৃত্যু ঘটিয়ে পেয়েছি বাংলাদেশ,
অক্ষরের শাণিত বর্ণমালা মাটি খুঁড়ে ভাস্কর্য
গড়তে চেয়েছিলাম, নিয়মের দোলাচলে
হঠাৎ সমাধি হল শেষ ।
যৌবনের তেজোদীপ্ত সাহসিকা জ্বালিয়ে
যে সোনালি দেশ গড়তে চেয়েছিলাম,
ভিনদেশী পিশাচের থাবায়
বাঁচতে চাওয়া মানুষের লাশের স্রোতে মৃত্যুপুরীতে রূপান্তরিত হতে শুনেছিলাম।
জিজ্ঞাসা তাড়া করে ফেরে অনন্ত
গহ্বরে বারবার,
কী হারালাম কী পেলাম দেশ জনতার
শান্তির লাগি, কেন চিরস্থায়ীভাবে
ফিরে পেলাম সর্বময় স্বাধীন নামটা?
এখনও সন্তর্পণে ব্যাকরণে মনের গহীনে
হারানো অমোঘ টানেরবন্ধন কেঁদে কেঁদে ঘরে ফেরে।
তবু শব্দবাজি আলোর দ্রুততার লক্ষ্যে,
সে অম্লান স্বাধীনতায়
শকুন্তলার পোকাদের ধ্বংসাত্মক গতিবিধি নস্যাৎ করার আসরে
ফসলের মাঠে দৃশ্যত নবান্ন কই ?
শ্রদ্ধায় ভেসে যাবে ধরিত্রীর সকল মাখলুকাত
দেখে এ দেশময় দেশাত্মবোধ, যদি এমন হতো,
বুঝতাম দেশ আমার কোথায় মিশে আছে।
ঝঞ্ঝাট মুক্ত শঙ্কা ভুলে
তবুও বাঁচার স্বাদ এসে যায়,
তরতাজা শরীর থেকে জান বেরিয়ে যেতে
কত প্রিয় স্বজনদের বিচ্ছেদ দেখতে হয়েছে।
আহা!
আরও কত যন্ত্রণাময় একেকটি নয়মাস দেখতে
হবে ,এভাবে কতকাল আমরা সইবো দহন।
এবার সবাই মিলে বিজয়ের মাসে এসো
ত্রিশ লক্ষ রত্নগর্ভার জরায়ুর মর্মপীড়ায়
আর্তনাদের মূল্য দিতে, আসবেন কিন্তু
বাংলাদেশ বাংলাদেশ প্রতিধ্বনি তুলে
বাংলা মায়ের সঙ্গ নিতে।