রবিবার, ১০ মার্চ, ২০১৯

তুমি ছুঁয়ে দিলে কবি ফাহমিদা ইয়াসমিন



তুমি ছুঁয়ে দিলেই আমি হব আকাশের নীল মেঘ ।
আর তুমি হবে সেই মেঘের দিগন্তরেখা
তুমি ছুঁয়ে দাওনি বলে,
আমি আজো...
বকুলতলায় মেঘ বালিকা হয়ে অপেক্ষা করি;
তুমি মুখ তুলে তাকালেই
আকাশটা হয়ে যাবে আয়না ।
আর আমি সূর্যের লাল কৃষ্ণচূড়া দিয়ে খোঁপা বাঁধবো।
Share: