মাটি ও ঘাস,টিনের চাল,নীল আকাশ;আমাদের প্রকৃতি।
তুমি চেয়ে দেখ লাবণী,এই কংক্রিটের শহরে
দোকান ভরা বিস্কুট,কলা রুটি হরদম চলছে বিক্রি;
ঈষৎ চালের শাদা ভাত,আলু ভর্তা আর সবজী-ডাল
এসবে বিবর্ণ মানুষ ঝুলছে প্রাচীন হতে আধুনিক
অথচ তোমার থেকেও সুন্দর,এখানেই থাকি আমি-
আকাশের দিকে তাকাও
শাদা বকের পালক ভেজা সোনালি বনায়ন ভোর
জলপাই গাছের ওপরে নেমেছে রুপসী বাংলা
কেবল সুখ অরণ্যে বাহারি সংসার,এখানেই থাকি আমি।
★
চোখগুলো তাঁর কান্না আঁকে
টিপু সুলতান
গড়িয়ে যাচ্ছে নাভিকাটা প্রাচীন দীর্ঘশ্বাস
নীরব প্রসন্নতার গহীন...
গুরুধুম ঘন আমাজন জঙ্গলের মত সহৃদয়ে;
একেকটি নক্ষত্র বাঁশপাতার আবছায়ায় শোয়ানো
কাঠের জানালায় উইপোকা কুরেকুরে নির্ঘুমের শব্দ বোনে
ভাঁটফুলের বুনো গন্ধ আছড়ায় উঠানের দিক
কেবল প্রিয়ের অব্যক্ত বেদনায়-কমল মন
চোখগুলো তাঁর কান্না আঁকে,বৃত্ত পৃথিবী নির্ঘাত প্রমাণ-
★
চোখ ভরা দ্বিতল চিলেকোঠায় উস্কানো শহর।
কাঁচা পাতার হাততালি ওড়ে
কুহক পাখির ডানায় গত বসন্তের ফাল্গুনী বৃষ্টি
অগোজ মাদকরসে ভেজায় নাগরিক শহর-পল্লী;
অসংখ্য প্রমুখ নামধর আমাদের আত্মীয়
বিরাট উর্বরে শেকড় লটকানো ঘাস,
পায়চারি পাতা দোলানো গাছ
দ্বিবীজ সোনালিধানের লাইব্রেরী,
বখতিয়ার ঘোড়া ফেরা ক্ষুরের স্রোত
উভচর শেয়ালকাঁটার দেহ মাড়িয়ে
রাতচোরা জ্যোৎস্নার শাদা মোম জ্বলে দিগন্তগামী-
*