ভীষণ মন খারাপের বেলাভূমিতে
ঘৃণার নিকষ কালো মেঘে ছাওয়া
আঁধারে ঢাকা স্বপ্নিল প্রান্তর।
আবেগের ভয়াবহ মত্ততায়
অসমাপ্ত স্বপ্নেরা নিহত।
অনুর্বর মগজের
সন্ন্যাসী ভালবাসা
অন্ধকারের ফুল হয়ে ফোটে।
ধূসর নিঃস্তব্দতায়
নীরবে, নিভৃতে, সংঙ্গোপনে স্পর্শের অনুভবে
অপরিত্যাজ্য দু'টি আত্মা।
অংকুরিত ক্ষোভে
কষ্টের কালো রঙ,
কবিতার আশ্রয়ে
ক্লান্তিতে হেলান দিয়ে
বিবেকের কাঠগড়ায় বন্দি।
মুক্তোর মত স্থির সুখ
বেদনা হয়ে লুটায়
ছায়াহীন পাহাড় চূড়ায়।
হৃদয়ালক্ষে ---
শব্দ,বাক্য,অক্ষরে
বিন্দু বির্সগে
প্রকৃতির মতো অকৃত্রিম হই।
অতঃপর
হৃদয়ে বজ্রপাতের কম্পনে,
নির্জন দ্বীপের মত নিঃসঙ্গ হই।