বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

নরসিংদীতে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষকে সংবর্ধনা

জহিরুল ইসলাম:

ঢাকা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাকে বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর নতুন শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা দেয়া হয়েছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নরসিংদী জেলার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
নরসিংদী জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের  উপাধ্যক্ষ মাহমুদুল হাসান রুমি ।
ডক্টর মশিউর রহমান মৃধা একাধারে কবি ও সাহিত্যিক। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এ তালিকা প্রকাশ করা হয়। 
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করেন ড. মশিউর রহমান মৃধা। তার নেতৃত্বে সারা বাংলাদেশ আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সাড়াজাগানো ফল করে। ঢাকা শিক্ষা বোর্ডে তিনবার দ্বিতীয় স্থান অর্জন করে। 
শিক্ষকতার পাশাপাশি ড. মশিউর রহমান মৃধা সামাজিক কাজে নিজেকে সক্রিয় রেখেছেন। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী ও নরসিংদী ন্যাশনাল কলেজসহ সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
Share: