শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

নিঃস্বার্থ ভালবাসা - ফাহমিদা ইয়াসমিন

মাঝে মাঝে নিজেকে খুব একা লাগেএ
কা মানে একাকীত্বের রাশি রাশি
বেদনা জড়ো হয় মনের গভীরে
মনে হয় কেউ নেই আমার চারপাশে।
তখন সন্ধ্যার মৃদু বাতাসে খুব করুণ
একটা সুর শুনি খুব হতাশ হয়ে দেখি
দুঃসহ স্মৃতিগুলো একে একে ভেসে
আসে মনের আয়নায়।
স্মৃতি মানে কষ্ট অসম্ভব যন্ত্রণাময়
সে কষ্ট ভাবলে গা শিউরে উঠবে।
তখন একা একা বিষণ্ন মনে চিরচেনা
বেলকোনিতে বসি এবং মনে মনে বলি
যখন কিছুই ভাল লাগবেনা তোমার যখন
আমার মত তুমিও পুড়বে স্মৃতির আগুনে
তখন আমায় ডেকো শুধু একটিবার ডেকো
আমি সব কিছু ফেলে চলে আসবো তোমার কাছে...
বিনিময়ে কিছু চাইবোনা তোমার কাছে।
শুধু নিঃস্বার্থ ভাবে ভালবাসা দেবো
Share: