শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

শামছুন নাহার এর ধারাবাহিক গল্পনানুর বাড়িতে বৈশাখ

শিমি, রিমি  টুম্পা, তাদের খুব ইচছে হয়েছে,  এবার ১ লা বৈশাখ নানুর বাড়ীতে উৎযাপন করবে।
,কারন প্রত্যেক বার ঢাকায় তারা বর্ষবরণ উৎযাপন  করে, আগে থেকে মা ও  বাবাকেও  বলে রেখেছিল।

 তাদের কথা মত শফিক মামা নিতে আসলো।ট্রেনের টিকেট
শফিক মামাই কাটলো,  ওরা ঠিক করেছে এবার তারা
ট্রেনে যাবে। ইনটার সিটি ট্রেন। তাদের নানার বাড়ী পাবনা
জেলাতে, তাই সিল্ক সিটি ট্রেনে রৌওনা  হয়ে গেল।
ঠিক চৈত্র সংক্রান্তির আগের  দিন তাদের যাত্রা শুরু করলো

ট্রেনের মধ্যে তারা মহা খুশি,  যা সামনে পাচছে তাই খেয়ে
নিচছে, যেমন ডিম সিদ্ধ,  ঝালমুড়ি,  চিপ কোনটাই বাদ
পরলো না।
অনেকদিন পর খাঁচার পাখি বনে গেলে যেমন হয় হয়, তেমনি
তারা প্রান খুলে কথা  বলছে হাসা হাসি করছে।

তারপর ট্রেন যথাসময় বড়াল ব্রিজ ষ্টেশানে আসলো, সবাই
হৈ চৈ করে নেমে পড়লো।
মামার বাড়ী যেয়ে দেশি মুরগীর ঝোল দিয়ে ভাত খেয়ে
মামার কাছে ভুতের গল্প শুনতে বসে গেল।

পরেরদিন বেশ সকালে তারা ঘুম থেকে উঠে, গ্রামের
পাশের বাড়ীতে  তাদের বন্ধুদের সাথে দেখা করে
বলে আসলো, সবাই একসাথে মেলায় যাবো, তোমরা
তৈরী  থেকো।  পাশের বাড়ীতে জন্টু ও মন্টু ও খুব খুশি হলো
আমন্ত্রণ  পেয়ে

 সবাই মামির হাতের৷ ইলিশ পান্থা খেয়ে, নূতন জামা কাপড়
পরে একসাথে মেলার উদ্দেশ্যে রওনা দিল।

Share: