বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

কবিতা - বিশ্বাস কবি -তাসলিমা কবির রিংকি

তুমি খুঁজবে বলেই...
হাঁটছি আমি এ পথ ধরে, 
সন্ধ্যা তারার বিশুদ্ধ বিশ্বাস আর অভয়া অস্ফুট  দীর্ঘনিঃশ্বাস নিয়ে!
রেখে এসেছি নিজেকে অচেনা ছায়াপথের ছায়াপথ ধরে একটু একটু করে...
অগোছালো আলো আঁধার আবডালে !
হাতড়ে যদিও'বা পাও!
অশরীরি মুখ গ্রিভা ঠোট তনু,
চিবুকের পুরুষ্ঠ বাঁক খাঁজ কাটা দোল...
রুশ্ সান্তালী আতরের নেশা  ধরা গন্ধ ।
Share: