শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

নীরব উপেক্ষা নিয়ে প্রস্থান @ ফারুক মোহাম্মদ ওমর

কাফনের কাপড় সরিয়ে দেওয়া
মৃত ব্যক্তিকে শেষ একনজর
দেখার জন্য জড়ো হয়েছে লোকজন
আমি অনুভব করি,
আমি শুয়ে আছি নিথর দেহে
আর মৃত লোকটি দাঁড়িয়ে দেখছে
ঠিক আমার মতো সাথে সব পরিচিতজন৷

বিচিত্র এক অনুভূতি
আচ্ছন্ন করে রাখে আমাকে,
কী রকম করে মানুষ
জীবন-মৃত্যুর পাশাপাশি দাঁড়িয়ে !

কখন কার শেষ সময় এসে যায়
অফিসে পার্কে আদালতে চায়ের দোকান
পড়ার টেবিল ,যে লোকটি গাড়ী চড়ে যাচ্ছে আপন গন্তব্যে সে আর ফিরে আসেনা
সে আর ফিরে আসে না
নীরব উপেক্ষা নিয়ে প্রস্থান হয় পথের মাঝে৷
 
দলাদলির এই সময় ব্যক্তিবাদে
মানুষ ভুলে যাচ্ছে মৃত্যুচিন্তার কথা
নীরবে শুধু নীরবে উপেক্ষা নিয়ে
প্রস্থান করে যায় প্রটোকলে থাকাও মানুষ৷

আমি অনুভব করি
আমি শুয়ে আছি নিথর দেহে
আর মৃত লোকটি দাঁড়িয়ে দেখছে
ঠিক আমার মতো সাথে সব পরিচিতজন
নীরবে উপেক্ষা নিয়ে প্রস্থান৷
Share: