সুধাময়ী মা
সোনালী ধানের স্বপ্ন বুনি
পল্লী মায়ের কোলে,
মাঠ ভরা ক্ষেতে,স্বপ্ন - হাসিতে
বাতাসে সবুজ দোলে।
কাদামাটিতে চারায় চারায়
সবুজের বিছানা পাতা,
সবুজ সোনালীর পরিণত রূপ
পেয়ে তার সবটুকু মমতা।
অবারিত প্রান্তরে মনের হরষে...
কৃষাণিও অবাক চেয়ে রয়,
শীত ও বর্ষায় কৃষকের ঘামে
আসে আকাঙ্খার সবটুকু জয়।
পল্লীর কোলে, কতো হাসি বোলে...
কতো অনুরাগ মাখা দিশে,
স্বপ্ন সাজে সোনা ফলাতে
সোনালী ধানের শীষে।
পল্লী তুমি অন্তর ম-ম
তুমিই চেতনা,
পল্লবিত পল্লী আমার
তুমিই সুধাময়ী মা...
আত্মার ভাবনা
দিনের সুচনায় শায়িত বিছানায়
শুনি মৃত্যুর সংবাদ,
মসজিদের মাইকে উচ্চারিত হয়
ইন্নালিল্লাহ...আয়াত।
মরণের স্বাদ গ্রহনে পর আমি
শুনবো কী এমন ঘোষনা?
ওমুক বাড়ির মরহুমার আত্মার
করছি মাগফেরাত কামনা।
নিথর দেহ, বোবা অনুভুতি
আসবেনা কানে তার,
কে কেঁদেছে আমার মরনে
দেখা হবে না আর?
ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে
আমিও নিলাম বিদায়,
বুঝবো কি করে এই বিদায়ে
জ্বলছে কার হৃদয়?
খোদার দরবারে আমার তরে
পেতেছে কে দুইহাত,
সত্যি আপন সেই তো হবে
করবে দরুদ-মোনাজাত।
ফিরতি টিকেট
নোটিশ ছাড়াই যেতে হবে
তৈরি থাকো সব সময়
নামাজ, রোযা, হজ্ব, যাকাত
পালনেই রবে খোদার ভয়।
ফিরতি টিকেট হাতে নিয়ে
জন্ম তোমার দুনিয়ায়
ভাল আমল করলে নাজাত
বিপথ হলে চরম ভয়।
নেহি আনিল মুনকারের কাজ
এই জীবনেই কর,
আল্লাহতায়ালা খুশি হলে
জান্নাতেই হবে ঘর।
পাখ-পাখালি, গাছগাছালি
আকাশ-বাতাস, গ্রহ-তারা,
তাকিয়ে দেখে সকাল-সাঁঝে
খোদার গুণে মাতোয়ারা।
দু'দিনের এই দুনিয়াতে
সবাই আমরা মুসাফির
খোদার পথে থাকলে হবে
পরকালে সুখের নীড়।