কবিতা লীন কবি আয়েশা মুন্নি
কষ্টের নীল সাগরে ভাসে
অপূর্ণতার স্মৃতির ভেলা।
দৃষ্টির সীমান্ত জুড়ে অদ্ভুত
আলোর নীলে প্রতীকী প্রেম।
স্বপ্নের শৈল্পিক শব্দরা তোলে
রক্তকণিকায় সূরের মূর্ছনা।
উপেক্ষিত মিঠে বর্ণগুলো অস্তিত্বজুড়ে ছড়ায় কলতান।
স্মৃতিচারণে ভ্রষ্টার পাখনায়
সবুজ স্মৃতির মাদুর পাতা।
অদৃশ্য আবছায়ার স্বপ্নময়তায়
কষ্টকাব্যের মলিন প্রচ্ছদ।
বিবর্ণ বিস্মৃত স্মৃতির সমীরণে
মরুর মায়ায় আকাশ ছোঁয়া
জলন্ত দুঃসময়ে ভোরের ভ্রুণে ঢালা বিভ্রান্তির কুৎসিত শোষণ।
পর্ণপুটে মুড়ে রাখা বিচিত্রতায় লীন হওয়া জীবনের রঙ।
জাগতিক রহস্যময়তার বেনামী পত্র হলুদ খামে গন্তব্যহীন।