মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

অনন্ত অপেক্ষায় - তানিয়া নিগার

  শিল্পসাহিত্যঃ 

নীল সাগর হাতছানি দেয়
বলছে শুধুই প্রীতির মায়ায়
চোখ ভরা নোনা জল!
সইতে না পারার বুঝি
বুক ফাঁটা ফল!

আয় কাছে আয় 
দেখবি চেয়ে দুধার বেয়ে
লালন করেছি লবণাক্ত
আজন্মের শোকে চলেছি সয়ে

আদি হতে অনন্তকাল,
বেদনা তিথি অশান্ত বিকাল
ছুটে যাই মোহনায় নির্জনে
কেন তবে অশান্ত আনমনে?

হয়তো অনন্ত অপেক্ষায়,
বসে আছে পথ টি চেয়ে
ছুটবো সেদিন বল্গাহীন
সাগরের পথ বেয়ে।
Share: