মঙ্গলবার, ২১ মে, ২০১৯

অমীমাংসিত জিজ্ঞসা কবি আয়েশা মুন্নি

শিল্পসাহিত্যঃ
 

ষোল বছরের যে প্রেমের আবেগ
আমায় ভাসিয়েছিল,
চলমান জীবনের গতিপথ
আজ ভিন্নরূপে চিত্রায়িত।
এখন আবেগের দরজায়
তালা লাগানো।
সময়ের স্রোতে ভেসে ভালবাসাও কি স্থানান্তরিত হয়?
তবে কি মনমাঝি
তার ভেলা বাইতে বাইতে
নতুন তীরে নাও ভিড়ায়?
আর সে নাওয়ের পালে
হাওয়া লেগে
মনটা দুলতে থাকে।
দুলন্ত মনটা মাঝেমাঝে
স্মৃতির বন্ধ ঘরে উঁকি দেয়।
জীবন নামক গ্রন্থের ওজনটা
কেজি দরে দাঁড়িপাল্লায়
যদি মাপা যেত!
তবেই হয়ত বুঝতাম
কি পেয়েছি!
কি হারিয়েছি!
কি পাইনি!
কতটা পেলে
মনটা ভালবাসাময় হয়?
কতটা পথ পেরুলে
মনটা তৃপ্ত হয়?
নাকি
অদৃষ্টের লিখন খন্ডন করে
নিয়তি আমার একটিবার
রঙিণ প্রজাপতির ডানায় ভর করে ভাসবে না !
একটি ফুলেল ভালবাসার মুগ্ধতা
আমার কাছে
অতৃপ্তই রয়ে যাবে আজন্মকাল।
Share: