শিল্পসাহিত্যঃ-
‘নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক
আলোচনা, স্বরচিত কবিতাপাঠ এবং আবৃত্তি-অনুষ্ঠান হয়ে গলো পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে বৃহস্পতিবার বিকাল ৪ টায়।
কবি অসীম সাহার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোস্তাফা জব্বার, মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডা. মো. মুরাদ হাসান এমপি, প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাবি।
মূল প্রবন্ধ উপস্হাপন করেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান।
আলোচনায় ছিলেন কবি কাজী রোজী এমপি, অধ্যাপক ড. সাজেদুল আউয়াল।
ব্যারিস্টার তুরিন আফরোজ, কবি আসলাম সানী।
স্বাগত বক্তব্য : কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, সাধারণ সম্পাদক, বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন. ড. শাহাদাৎ হোসেন নিপু।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি মাসুদ পথিক আমাদের বাংলাদেশ ডটনেট কে জানালেন ঈদের পর সমগ্র বাংলাদেশে সংগঠনটির জেলা কমিটি ও বহিবিশ্বে কমিটি ঘোষণা করা হবে।