শনিবার, ৪ মে, ২০১৯

তাসলিমা কবির রিংকির কবিতা বাসন্তী আগুন



চাইলেই ভালবাসা প্রেম হয়ে যেতে পারে
এতোটুকু ইচ্ছায়, খেয়াল বা ব্যস্ততা বিদির্ণ করে।
কেউ কি ডাকে গভীর মমতায়!
যে ডাকতো তার মত করে...
আমার তো ক্ষন কাটে
মাটির চোখে বিলীন জীবনের
মীমাংসা খুজে।
পুড়ে বাসন্তী আগুনে মন
তাই দেখে চাঁদ হেসে খান খান
বদলে যায় আকাশ
ঘ্রাণে বিভোর হাসনাহেনা
তবুও অভিমানীর মান ভাঙাবে না?
সপ্ত ঋষির ধ্যানাসনে
মন্ত্রপাঠে গঙাজলের স্নানে
শুভ্র ভালবাসার কঠোর  অঙ্গীকারে
এসো একবার শুধু একবার ছুঁয়ে দিয়ে যাও
ঐ সাগর জল পর্বত হিমালয় ছেড়ে ।
Share: