মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

কবিতা কেন এমন হয় কবি ফাহমিদা ইয়াসমিন



তোমাকে ভালবাসি কি না জানি না
তবে প্রতিটি মুহুর্তে তোমাকে অনুভব করি।
তোমার বিরহে অন্তর পুড়ে!
একটি পলক না দেখলে
দৃষ্টির আঙিনা জুড়ে অন্ধকার নামে।
কেন এমন হয়?
এ যেন অদ্ভুত টান!
বুকের গহীণে নাড়া দেয়...
কিছু বুঝার আগেই
এলোমেলো হয়ে যায় সব।
Share: