শনিবার, ১৮ মে, ২০১৯

সুখে থাকবে বাংলাদেশ ফাহমিদা ইয়াসমিন

শিল্পসাহিত্য ঃ
 

মনের ভেতর কেবল ঘুরপাক খায়
অনেক জানার ভেতর  অজানা
কথাগুলো বারবার ফিরে আসে
স্মৃতির মুকুরে।
তোমার অনুভূতি জানতে পারিনি আজও।

কত মানুষের কত দুঃখ বেদনার কথা
কত মানুষের সর্বস্ব বিলীন হওয়ার কথা
কত মানুষের প্রেম বিরহের কথা
কত সত্য এখনও অগোচরে
পড়ে আছে অজানা অন্তরে।

আমি জানতে চাই স্বাধীনতার কাছে
দেশের গরিব দুঃখী মেহনতি
মানুষের অভাব ঘুছবে কবে
অনাহারী মানুষের সংখ্যা কমবে ঘরে ঘরে কবে?

মূছে যাবে দারিদ্রের দুরাশার দুর্দিন
আমি সেই সত্যের প্রতীক্ষায় অপেক্ষমান
খেটে খাওয়া মানুষের হাড়ে হাড়ে যে দাগ
পড়ে গেছে কালি ও কয়লার মত দূষিত
ভাইরাসে আমি তার মূলৎপাটন চাই।

বিলাসি জীবনের অন্তরালে যে প্রেতাত্মারা
হাসে তাদের বিনাশ চাই।
শ্রমিকের ন্যায্যতা নিয়ে যেদিন ঘরে যাবে
শ্রমিক সকল সেদিন হয়তো স্বাধীন বাংলা
আনন্দে আয়েশে রাত্রিযাপন করবে কলরবে।
সুখে থাকবে বাংলাদেশ।
Share: